স্কয়ার গ্রুপে 'সেলস অফিসার' পদে চাকরির A to Z

স্কয়ার গ্রুপে 'সেলস অফিসার' পদে চাকরির A to Z

Size:
Price:

Read more

স্কয়ার গ্রুপে 'সেলস অফিসার' পদে চাকরি। 

আজ আলোচনা করবো এ চাকরি নিয়ে। অন্যান্য কম্পানির সেলস এর সুযোগ - সুবিধার তুলনায় স্কয়ারে সুযোগ সুবিধা একটু বেশিই। স্কয়ারে সেলস এ চাকরি পাওয়া ও অনেকটা কঠিন। 
স্কয়ার সেলস অফিসার পদের চাকরি



আবেদনের যোগ্যতাঃ স্কয়ারে 'সেলস অফিসার' পদে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই অন্য কোনো কম্পানিতে 'বিক্রয় কর্মি' পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 
  • এইচএসসি পাশ হলে ২ বছরের অভিজ্ঞতা এবং গ্র্যাচুয়েট সম্পুর্ন প্রার্থীদের সর্বনিম্ন ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। 
দায়িত্ব ও কর্তব্য :

১. দোকান থেকে পণ্যের অর্ডার নেয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করা
২.বিক্রয় লক্ষ্য অর্জন করা ৷
৩. পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ।



পরীক্ষার সময় যা যা নিতে হবে  : স্কয়ার টয়লেট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও জীবনবৃত্তান্ত সাথে নিয়ে যেতে হবে। 

স্কয়ারে সেলস অফিসার পদে কত মার্কসের পরীক্ষা হয়?
স্কয়ার 'সেলস অফিসার ' পদে ৫০ মার্কের পরীক্ষা হয়। ৫০ মার্কের পরীক্ষায় পাটিগণিতের দুইটি অংক থেকে। দুইটি অংক তে ৫ মার্ক করে ১০ মার্ক। ৫ টি ইংরেজি বাক্য থাকে, ইংরেজি বাক্যগুলোকে বাংলায় পরিবর্তন করতে হয়।আপনি যে ডিপার্টমেন্টের চাকরির জন্য যাবেন (ফুড এন্ড ভেবারেজ,টয়ালাট্রিজ) সে ডিপার্টমেন্টের ৫ টি ব্রান্ডের নাম এবং ১ টি করে পন্য জানতে চেয়ে ১ টি প্রশ্ন থাকে। 
৫০ মার্কের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলঃ আপনি কেন সেলসে চাকরি করতে চান? 
আরেকটি হলো,  আপনি কেন এ চাকরির জন্য যোগ্য? 
এ প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই পরীক্ষায় পাশ।

পরীক্ষায় সিলেক্ট হওয়ার পর আপনাকে ঐ দিনই ভাইবাতে ডাকা হবে। ভাইবাতে সিলেক্ট হলে কিছুদিন পর কল/ম্যাসেজের মাধ্যমে ট্রেনিং এর জন্য ডাকা হবে। ট্রেনিং এ ভালো পারফরম্যান্স দেখাতে পারলেই আপনি এই চাকরির জন্য চুড়ান্ত ভাবে সিলেক্টেড। 

স্কয়ার সেলস অফিসার পদের বেতন:

  • বেসিক - ১১ হাজার টাকা 
  • টিএ/ডিএ - (প্রায়) ১০ হাজার টাকা
  • এরিয়া বোনাস - অঞ্চলভেদে ১ হাজার থেকে ২ হাজার হয়ে থাকে 
  • বিক্রয়ের উপর কমিশন
আপনি যদি চতুর পরিশ্রমি হন, তাহলে অনাহাসেই মাসে ৩০ থেকে ৪০ হাজার বেতন তুলতে পারবেন। 

স্কয়ার সেলস অফিসার পদের বাৎসরিক বোনাস কয়টি? 

বাৎসরিক বোনাস ৫ টি 
  1. ইনসেন্টিভ বোনাস 
  2. কম্পানির লাভাংশ বোনাস 
  3. ঈদুল ফিতরের বোনাস
  4. ঈদুল আযহার বোনাস 
  5. দুঃখিত এই বোনাসটি মনে নেই। 
স্কয়ার সেলস অফিসার পদের সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। রিপলে কমেন্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব।


0 Reviews

Contact form

Name

Email *

Message *